মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে চাহিদার কারণে বেড়েছে কলার বাণিজ্যিক চাষ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আড়াইহাজারে চাহিদার কারণে বেড়েছে কলার বাণিজ্যিক চাষ
আড়াইহাজারে চাহিদার কারণে বেড়েছে কলার বাণিজ্যিক চাষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাণিজ্যিকভাবে কলার চাষ না হলেও কিছু কিছু এলাকায় কলার চাষ হয়ে থাকে। তবে সেটি পরিমাণে খুবই অল্প। কিন্তু আড়াইহাজারে কলার ব্যাপক চাহিদা রয়েছে।

পার্শ্ববর্তী নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে এ কলা পাইকারি ক্রয় করে এনে আড়াইহাজার পৌরবাজারসহ বিভিন্ন এলাকার হাট-বাজারগুলোতে বিক্রি করা হয়ে থাকে। তাছাড়া গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারিভাবে কলা ক্রয় করে এনে বিক্রি করা হচ্ছে।

উপজেলার আড়াইহাজার পৌরসভার কামরানীর চর, পাঁচগাঁও, পাঁচবাড়িয়া, মনোহরদী- এসব এলাকায় স্বল্প পরিসরে কলার চাষ করে থাকেন কৃষকরা। তাছাড়া আড়াইহাজার উপজেলায় উলেস্নখযোগ্য কোনো এলাকায় কলার চাষ হয় না। তারপরও আড়াইহাজার উপজেলার হাট-বাজারগুলোতে প্রচুর পরিমাণে কলা কেনাবেচা হয়ে থাকে। কলা রোগীদের পথ্য ছাড়াও দুধের সঙ্গে মেখে ভাত খেতে এলাকাবাসী অনেক পছন্দ করেন। তাই আড়াইহাজারের প্রতিটি এলাকায় কলার চাহিদা রয়েছে ব্যাপক। চলতি বছরে বেশ কয়েকটি বড় বড় ঝড়ে আড়াইহাজারের কলাচাষিরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতি হয়েছেন। তথাপি তারা হাল ছেড়ে দেননি। নতুন করে আবারও কলা চাষ করতে দেখা গেছে। প্রকার ভেদে আড়াইহাজার ও নরসিংদীতে তিন ধরনের কলার চাষ করা হয়ে থাকে. সেগুলো হচ্ছে, সাগর কলা, কবরি কলা এবং সবরি কলা। তাছাড়া কাঁচকলা নামে এক প্রকার কলার চাষ করা হয়ে থাকে যেগুলো তরকারি হিসেবে রান্না করে খেতে হয়।

আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের হাইজাদি বস্নকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া জানান, বেশি বেশি করে কলা চাষ করার জন্য কৃষকদের কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের ডাক্তার মোশারফ হোসেন জানান, কোষ্ঠকাঠিন্য রোগীদের প্রধান পথ্য হচ্ছে কলা। তাছাড়া অন্যান্য বিভিন্ন রোগের পথ্য হিসেবেও রোগীদের কলা খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে