পটুয়াখালীর কলাপাড়ায় দূরপালস্নার দুটি পরিবহণে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক দোকানে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় দূরপালস্নার দুটি পরিবহণে অভিযান চালিয়ে ১২৯ ঢোল ঝাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় শেখ কামাল সেতু সংলগ্ন সড়ক থেকে পরিবহণগুলো আটক করা হয়। এ সময় অপর একটি পরিবহণে ঝাটকা রয়েছে সন্দেহে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মো. কৌশিক আহম্মেদ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ বলেন, তাদের জরিমানা কিংবা শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে উলেস্নখ করেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক দোকানে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেসার্স ভাই ভাই ফল ভান্ডারের মালিক নিপুন কুমার সরকারকে ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন। রোববার সকালে শ্যামনগর পৌরসভার বাজার ঘুরে ঘুরে দ্রব্যমূল্যের দাম যাচাই, বাজারের মধ্যে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরানো, বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, পণ্যের তালিকা টানানোসহ অন্যান্য বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার। বাজার মনিটরিংকালে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবীর মোল্যা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সোলায়মান কবীর, শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, ছাত্র প্রতিনিধি প্রমুখ।