ভূঞাপুরে ক্ষতিগ্রস্ত রাস্তা ৩ মাসেও হয়নি মেরামত

চরম জনদুর্ভোগ ও ভোগান্তি এলাকা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার জলে যমুনা নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়া মসজিদের রাস্তাটি তিন মাসেও মেরামত করা হয়নি -যাযাদি
টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার জলে যমুনা নদীর প্রবল স্রোতে ভেঙে যাওয়া মসজিদের রাস্তাটি তিন মাসেও মেরামত করা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে মুসুলিস্নরা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বয়োজ্যেষ্ঠ নামাজিরা। নড়বড়ে এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে ইতোমধ্যে অনেকে আহত হয়েছেন। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া উত্তরপাড়া মসজিদে যাওয়ার একমাত্র রাস্তা। গত কয়েক মাস আগে যমুনার প্রবল স্রোতে ১৫ থেকে ২০ মিটার রাস্তা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কয়েকদিন পর স্থানীয়রা নিজদের অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে মসজিদে যাওয়ার ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বন্যায় রাস্তাটি ভেঙে যাওয়ার পর আমরা নিজেদের অর্থে বাঁশের সাঁকো তৈরি করি। সেটি এখন নড়বড়ে হয়ে গেছে। শত শত মুসলিস্নসহ স্থানীয় লোকজন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মসজিদে যাতায়াত করছেন। রাস্তাটি মেরামতের জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার রাস্তাগুলোর তালিকা করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ ধরব। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, বরাদ্দ আসলে ভেঙে যাওয়া রাস্তাগুলো দ্রম্নত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।