নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নেত্রকোনার কেন্দুয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের দেওয়া তথ্য মতে গ্রেপ্তার হলো- বশির আহমেদ (৩০), রায়হান (৩০), মো. আরিফুল ইসলাম (আরিফ) (৪০) এবং আরও একজন। তবে তিনি বাকি একজন আসামির নাম প্রকাশ করেননি। সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬২ কেজি গাঁজাসহ মো. জামিল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপস্নাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামিল হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। রোববার সকালে মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খালসংলগ্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- মো. শাহ আলম ব্যাপারী (৩২), মো. মোক্তার মোলস্না (৪০) ও সুমন ব্যাপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিস্ফোরক আইনে মো. মিল্টন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার মোজাফরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে।
মো. মিল্টন মিয়ার পিতার নাম মৃত কিতাব আলী। মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুরে তার গ্রামের বাড়ি।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি ভাঙচুরের মামলা মির্জাগঞ্জে আদনান হোসেন শাওন (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার দেউলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদনান হোসেন শাওন (২৮) উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি দেউলী গ্রামের বাসিন্দা।