মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রক্তদান কর্মসূচি

ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ী ক্যান্সার সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শুক্রবার রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি অড. দেবাহুতি চক্রবর্তী বক্তব্য রাখেন। দিনব্যাপী রক্তদান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক এনায়েতুলস্নাহ একরাম পলাশ প্রমুখ।

অবহিতকরণ সভা

ম বাগেরহাট প্রতিনিধি

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে আনলকিং ফাইন্যান্সিয়াল সলু্যশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প নিয়ে বাগেরহাটের ফকিরহাটে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন ইউএনও কোহিনুর জাহান। ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রীস আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। ইউএনও কোহিনুর জাহান বলেন, 'দক্ষ জনশক্তি দেশের সম্পদ। সেই দক্ষতা উন্নয়নের কাজটি ব্র্যাক করছে জেনে আমি আনন্দিত।'

গভর্নিং কমিটি

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের গভর্নিং কমিটির সভাপতি মনোনিত হয়েছেন হামিদুল ইসলাম হামিদ। হামিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতি মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয় কলেজের বর্তমান এডহক কমিটির সভাপতি মো. লুৎফর রহমানকে পরিবর্তন করে হামিদুল ইসলাম হামিদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

সম্মাননা প্রদান

ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ইউএনও আবু রিয়াদের সভাপতিত্বে এবং শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহান। উক্ত ট্রাস্টের নির্বাহী সচিব এস এম হায়াতুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন, সাবেক অতিরিক্ত সচিব আ ন ম আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল প্রমুখ।

দোয়া ও আলোচনা

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফের পরিচালনায় বক্তব্য রাখেন থানার ওসি জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ সদর উদ্দিন আহমেদ, গণ-অধিকার পরিষদের উপজেলা সভাপতি ইয়াছিন আলীসহ অনেকে।

স্মরণ ও আলোচনা

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিমুল ইহসান, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল কালাম, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, সলঙ্গা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুননূরের স্মৃতির স্মরণে প্রতিষ্ঠিত ১ম আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, শিক্ষানুরাগী ও সাবেক মন্ত্রী এম এ মান্নান, আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খালেদ আহমদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী ও সমন্বয়কারী মানিক লাল চক্রবর্তীসহ প্রমুখ।

শোরুম উদ্বোধন

ম দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ফ্যাশন জগতের অন্যতম ফ্যাশন আয়াত ফ্যানের শুভ উদ্বোধন হয়েছে। গত শুক্রবার দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় অত্যাধুনিক ডিজাইনের দেশি-বিদেশি স্পোর্টস জ্যাকেট, প্যান্ট, শার্ট ও ছোট বাচ্চাদের পোশাক নিয়ে দিনাজপুর চিরিরবন্দর স্টেশন রোড, মডেল মসজিদ সংলগ্ন, রশিদ ভিলা নিউ সুপার মার্কেটে এ শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। এতে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, হামিম তাবাসসুম আন্নি, ওবায়দুর রহমান, রবিউল ইসলাম, শামীম, ৫নং ওয়ার্ড মেম্বার শাহিনুর ইসলাম, হাসান সরদার, আব্দুল কাদের।

\হ

স্মরণসভা

ম চাঁদপুর প্রতিনিধি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শহিদ ও আহতদের স্মরণে চাঁদপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্ব করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসপি মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি জেনারল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবু রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত জাহান বিন্দু, কুমিলস্না ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজাহিদ শিহাব।

\হ

কমিটি গঠন

ম নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার মাওলানা আব্দুল কাইয়ুমকে নায়েবে আমির, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সেক্রেটারি এবং মাওলানা জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন কে সহকারী সেক্রেটারি মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ। আর ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শুরার সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

\হ

ফুটবল টুর্নামেন্ট

ম বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, 'তোমাদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত। যারা নিয়মিত খেলাধুলা করে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।'

শোক সভা

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় মরহুম মাস্টার মোহাম্মদ ইছহাক ও মরহুম মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ হোসেন সিকদারের সভাপতিত্বে ও মাস্টার ইছহাক ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আমির মোহাম্মদ নছরুলস্নাহ্‌ বাহাদুর। বক্তব্য রাখেন মাস্টার ইছহাক ফাউন্ডেশনের সদস্য রফিক উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদসহ অনেকে।

কোরআন প্রতিযোগিতা

ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার লাকসামে হুফ্‌ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন হুফ্‌ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান শায়েখ হাফেজ আবদুল হক। হুফ্‌ফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াকুবের সভাপতিত্বে ও জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা উলস্নাহর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাছির উদ্দিন মজুমদার।

\হ

ত্রি-বার্ষিক কাউন্সিল

ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্পাদক পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক নির্বাচিত হয়। কমিশনার পদে উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী নির্বাচিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে