বিরলে শিক্ষক কো অপারেটিভ ক্রেডিটের সাধারণ সভা
প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২১তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সেক্রেটারি একরাম হোসেন তালুকদার, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কালব্ এর জেলা ব্যবস্থাপক অরুন কুমার।
কালব্ উপজেলা ব্যবস্থাপক বিশ্বনাথ রায় ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ট্রেজারার মঞ্জুর হোসেনের সহযোগিতায় সভার সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সেক্রেটারি হাসান আলী। সদস্যদের ভোটে ব্যালটের মাধ্যমে প্রয়োগকৃত ভোটে চেয়ারম্যান পদে জুলফিকার আলী, ভাইস চেয়ারম্যান পদে সুমন কুমার রায়, সেক্রেটারি পদে ছামিদার রহমান, ট্রেজারার পদে মিজানুর রহমান ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর পদে লিয়াকত আলী ও আল মামুন নির্বাচিত হয়েছেন।