মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ওজন স্কেল জটিলতায় দুর্গাপুরের ধান ব্যবসায়ীরা বিপাকে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ওজন স্কেল জটিলতায় দুর্গাপুরের ধান ব্যবসায়ীরা বিপাকে

নেত্রকোনার দুর্গাপুর থেকে ধান পরিবহণের বিঘ্ন সৃষ্টি করছে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জারিয়া আনসার ক্যাম্প সংলগ্নে স্থাপিত ওজন স্কেল। এতে বিপাকে পড়েছেন ধান ব্যবসায়ীরা। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান দুর্গাপুর ধান ব্যবসায়ী সমিতির সদস্যরা।

ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব মড়ল জানান, সরকার নির্ধারিত স্কেল পরিমাপ ২২ টন (ট্রাকসহ) ধরা হয়। কিন্তু দুর্গাপুর থেকে কোনো মহাজনই ২২ টন নিচ্ছেন না। কারণ, মিলের চাতালে কমপক্ষে ২৬ টন ধান না হলে চালু করা যায় না।

ট্রাকসহ ২৬ টন ধান নেওয়ার জন্য দুর্গাপুর ধান ব্যবসায়ী সমিতির সদস্যরা ইতোমধ্যে জেলা প্রশাসক নেত্রকোনা, সড়ক ও জনপদ বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী দুর্গাপুর ক্যাম্প ইনচার্জ বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, ব্যবসায়ী সুবল চন্দ্র দে, ভানু সাহা, উজ্জ্বল পাল, জামাল উদ্দিন, অতিম চক্রবর্তী, চন্দন ব্রম্ম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে