নাটোরে চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ও উন্নয়নে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিষদ। শনিবার শহরের লালবাজারে প্রতিষ্ঠানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৬ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত পরিষদের সদস্য ছাড়াও ব্যবসায়ী ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক প্রতিনিধিরা বলেন, শিল্পবান্ধব পরিবেশ না থাকায় নাটোরে কোনো নতুন শিল্প উদ্যোক্তা তৈরি হচ্ছে না। শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সমস্যাগুলো দূর করতে নতুন পরিচালকদের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নাফ, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এমদাদুল হক আলমামুন, সহ-সভাপতি প্রদীপ আগরওয়ালা জানান, বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের কোনো কার্যকারিতা ছিল না। এসব সমস্যা দূর করে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে শক্তিশালী ভূমিকা রাখতে তারা সাংবাদিকদের সহযোগিতা কমনা করেন।