মধুপুরে অবৈধ স'মিল ও গজারি কাঠ উদ্ধার

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযানে অবৈধ করাত কল জব্দ ও কাঠ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সেনাবাহিনী উপজেলার গিলাগাইছা এলাকায় এ অভিযান পরিচলনা করা হয়। অভিযানকালে স'মিলে থাকা বনের কিছু শাল গজারি কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার বন এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বন বিভাগের সহায়তায় বিভিন্ন অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করা হয়। দোখলা রেঞ্জের গিলাগাইছা এলাকায় অবৈধভাবে গড়ে উঠা আলালের করাত কলের কোনো বৈধ কাগজপত্র না থাকায় করাত কলের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। করাত কলে থাকা বনের শাল গজারি কাঠ উদ্ধার করা হয়। অভিযানে মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুমপিয়া, সেনাবাহিনীর মধুপুরের দায়িত্বপ্রাপ্ত অফিসার, দোখলা রেঞ্জ কর্মকর্তা হামিদুল ইসলাম, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মধুপুর রেঞ্জ কর্মকর্তাসহ প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। রসুলপুর সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, খবর পেয়ে সবাই পালিয়ে যায়।