মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

'আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন':আমানউলস্নাহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন':আমানউলস্নাহ

আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউলস্নাহ আমান বলেছেন, 'বিগত ১৫ বছরে ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন।'

শনিবার বিকালে উপজেলার কলাতিয়া মানিক চৌধুরী মাঠে ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, 'বাংলাদেশকে নিয়ে ভারত নতুন ষড়যন্ত্রে মেতেছে। তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। আমানউলস্নাহ বলেন, খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে আসবেন।

আগামীর বাংলাদেশ দেখতে চাই, জিয়াউর রহমানের বাংলাদেশ।'

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালি উলস্নাহ সেলিম, বিএনপি নেতা সেলিম রেজা, সাবেক ছাত্রদল নেতা পলাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে