ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনটি বাড়ি ভাঙচুর ও কমপক্ষে দশ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের খাপুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন খাপুরা গ্রামের সাধু মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের মিরাজ সিকদার। স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা যায়, আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ২ জন ভর্তি রয়েছে। ৩ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামিরদী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান বলেন, 'খাপুরা গ্রামের সাধু মাতুব্বর ও মিরাজ সিকদারের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমি বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।' ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।'