মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে সমবায় বাজারের উদ্বোধন

নাটোর প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে সমবায় বাজারের উদ্বোধন

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্যের অস্থায়ী বাজার সমবায় বাজারের উদ্বোধন করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনের সামনে জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এ বাজারের উদ্বোধন করেন। ন্যায্যমূল্যের বাজারে ডিম ৪৩ থেকে ৪৫ টাকা হালি, গরুর মাংস ৬৩০ টাকা কেজি, সোনালি মুরগি ২৫০ টাকা কেজি। এছাড়া স্বল্পমূল্যে বিভিন্ন প্রজাতির মাছ, হলুদ-মরিচ গুঁড়া, মধুসহ বিভিন্ন পণ্য মিলবে বাজার থেকে। প্রতিটি পণ্যে প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা কমে পাওয়া যাবে। যতদিন না বাজার নিয়ন্ত্রণে আসবে, ততদিন এই কার্যক্রম চালু রাখার কথা জানান জেলা প্রশাসক। নাটোর জেলা প্রশাসন এবং জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজ আসমা শাহীন বলেন, 'এই বাজার সামনের দিনগুলোতে জিনিসপত্রের দাম কমাতে সাহায্য করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে