মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ক্ষেতলালে চালসহ নিত্যপণ্যের দাম চড়া

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্ষেতলালে চালসহ নিত্যপণ্যের দাম চড়া

জয়পুরহাটের ক্ষেতলালে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। নিত্যপণ্য কিনতে হাঁসফাঁস করছে এলাকার সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন হাটবাজারে নতুন ধানের মৌসুমেও চালের দাম চড়াসহ বিভিন্ন সবজির দামও ঊর্ধ্বমুখী। তবে কিছু সংখ্যক পণ্যের দাম আগের তুলনায় কমেছে।

পৌর এলাকার হাট ইটাখোলা শুক্রবার হাটের দিন চাল প্রকারভেদে নতুন ৬০-৬৫ টাকা, আর নতুন আলু চখে না পড়লেও পুরাতন আলু ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ ১০০-১২০ টাকা, পটল ৮০, বেগুন ৫০-৬০, করলা ১২০-১৪০, ফুল কপি ৬০-৮০, মুলা ৩০-৪০, মিষ্টি কুমড়া ৬০, সিম ১০০-১২০ এবং কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন ধানের দাম বেশি, এ কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে