মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাজৈরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজৈরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের রাজৈরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার হিসেবে জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার।

তিনি বলেন, 'বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সঙ্গে নিয়ে আসতে হবে।'

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, শাখারপাড় প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রধান শিক্ষক খাদিজা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে