ফেনীর বারহীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত হয়েছে এবং নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর বারাহীপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুলস্নাহ আল বাসেত (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী রেলওয়ে স্টেশনের আউটারে আবু বকর সড়কের মাথায় সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চত করেন। নিহত আব্দুলস্নাহ জেলা শহরের বিরিঞ্চি এলাকার প্রবাসী আবদুল খালেক টিপুর মেঝো ছেলে। তার মর্মান্তিক মৃতু্যতে পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।
গত শুক্রবার রাত ১১টায় বিরিঞ্চির ৪ নম্বর ওয়ার্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশনে ট্রেন থেকে নেমে পানি কিনতে যাওয়ার সময় অপর ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন নামে এক যুবকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন দিনাজপুরের বিরল থানার নরোত্তম গ্রামের শাহ মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তার হোসেন দিনাজপুর থেকে বাংলাবান্ধাগামী ট্রেনে করে রাজশাহী যাচ্ছিলেন। বিকালে ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। এ সময় পানি নেওয়ার জন্য মুক্তার হোসেন ট্রেন থেকে নামলে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা ট্রেনের সঙ্গে থাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় মুক্তার হোসেন। আহত অবস্থায় মুক্তার হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন জানান, ট্রেনের ধাক্কায় একজন আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যায় সেই সংবাদ তিনি শুনেছেন। বর্তমানে মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। সান্তাহার জিআরপি ও নলডাঙ্গা থানায় সংবাদ দেওয়া হয়েছে। বিধি মেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।