মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চার জেলায় হত্যা মামলার আসামিসহ আটক ৭

স্বদেশ ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চার জেলায় হত্যা মামলার আসামিসহ আটক ৭
চার জেলায় হত্যা মামলার আসামিসহ আটক ৭

বিভিন্ন অপরাধে নারায়ণগঞ্জে আড়াইহাজার, পাবনার ভাঙ্গুড়া, পিরোজপুরের নেছারাবাদ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জে আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-১১। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় যাত্রী ছাউনির সামনে থেকের্ যাব-১১ এর একটি দল তাদেরকে আটক করে। আটকরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরেফ রাজু (২৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রবিউল হাসানের ছেলে ফারদিন (২৫)।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় কিশোরী গণধর্ষণসহ হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারর্ যাব-১২ পাবনা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কচুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. মাহফুজ (২২) নামে গণধর্ষণসহ হত্যা মামলার ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাহফুজ ইসলাম ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নেছারাবাদে একশত পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫) নামে চিহ্নিত দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, স্কুলছাত্রী মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনে দ্রম্নত কাজ শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রিফাত এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামে দুজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে রিফাত ওই শিশুকে হত্যা করার কথা স্বীকার করে।

হত্যার দায় স্বীকার করে শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দেয় রিফাত। রিফাত গত ২৩ নভেম্বর বিকালে ওই শিশুর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। পরে ওই শিশুর মৃতদেহ পাশ্বের আখক্ষেতে ফেলে রাখে রিফাত। রিফাতের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়। সে কোষামন্ডলপাড়ায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। হুসেন আলীকে থানায় আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে