মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

গৌরীপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০
গৌরীপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকান্ডের সাত দোকান পুড়ে ছাই হয়েছে। গত বুধবার উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজারে জুবেদা ভিলা নামে একটি মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তানিম নামে এক ব্যবসায়ী এ দোকানের মালিক। ফায়ার সার্ভিসের দাবি, এ মার্কেটে একটি দাহ্য পদার্থের অর্থাৎ ডিজেল, পেট্রোল ও অকটেনের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী আব্দুর রাশিদ জানান, এনজিও থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে দুই বছর দোকানটি চালু করেছিলেন তানিম, আগুনে সবকিছু পুড়ে গেছে।

মার্কেটের বিসমিলস্নাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, তার দুইটি মেশিনারিজ দোকান রয়েছে। তিনি কাজ করছিলেন, হঠাৎ দেখতে পান আগুন চারপাশে ছড়িয়ে গেছে। কোনো মালামাল রক্ষা করতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে