শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
জায়গা দখলের অভিযোগ

চট্টগ্রামে পদ হারালেন বিএনপি নেতা

চট্টগ্রাম বু্যরো
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রামে পদ হারালেন বিএনপি নেতা

জোর করে জায়গা দখলে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে। এই অভিযোগে তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে দল।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান নামে এক ব্যক্তি। দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ওই প্রকৌশলীর জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে