শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ নভেম্বর রাজধানীর বিমান বাহিনী ঘাটি কুর্মিটোলার ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপ-বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চূড়ান্ত খেলায় নৌবাহিনী দল ৩-২ সেটে সেনাবাহিনী দলকে পরাজিত করে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্য উপস্থিত ছিলেন। ২৪ নভেম্বর সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. জহির উদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী দল অংশ নেয়। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে