সমন্বয় সভা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের বিগত মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নসহ আগামী মাসের পরিকল্পনা গৃহীত হয়েছে।
ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মিলন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠিত
ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার রবিউল আলম সৈকতকে সংবর্ধনা প্রদান ও শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে লেখাপড়ার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সভাটি কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার রবিউল আলম সৈকত, বিশেষ অতিথি উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান মুকুল, কলেজ এডহক কমিটির সদস্য সাইফুর রহমান, সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
স্মরণ সভা
ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত শহীদের স্মরণে তাদের উপস্থিতিতে ফরিদগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, থানার ওসি মো. শাহআলম, ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ শাখার আমির ইউনুছ হেলাল প্রমুখ।
শহীদদের স্মরণ
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড ফয়সাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম তুহিন, দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, সাংবাদিক এম এস শাহীন প্রমুখ।
দোয়া মাহফিল
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আব্দুল হাফেজ-মাজেদা বেগম হাশিমপুর ইসলামী কিন্ডারগার্টেন নুরানি শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠানে পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও মাস্টার মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গারাংগিয়া দরবার শরিফের খলিফা হাফেজ মাওলানা আব্দুল মাবুদ সাহেব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ মোসলেহ উদ্দিন নেজামী, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ নুরুল আলম, খাঁনহাট ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ এনামুল হক প্রমুখ।
এলসিএস প্রশিক্ষণ
ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলজিইডি'র 'প্রভাতী' প্রকল্পের আওতায় এলসিএস দলের সামাজিক সচেতনতা ও কারিগরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মশালায় শাহীহাট এলসিএস দলের মোট ৭৫ জন সদস্য অংশ নেন। বৃহস্পতিবার কর্মশালার সমাপনী দিনে উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদের সভাপতিত্বে প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন ও লাইভলি হুড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে এলসিএস মনিটরিং অফিসার রোস্তম আলী ও সহকারী ফিল্ড অফিসার বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।
নতুন ইউএনও
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন জামশেদুল আলম। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশে তাকে বাঁশখালীতে পদায়ন করা হয়। জামশেদুল আলম বিসিএস ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এসিল্যান্ড ছিলেন।
নাগরিক কমিটি বর্ধিত
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় 'নাগরিক কমিটির' কেন্দ্রীয় কমিটিতে ৪৫ জনকে নতুন অন্তভুক্ত করে বর্ধিত করা হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম ও চট্টগ্রামের বাঁশখালীর মীর আরশাদুল হকসহ ৪৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রীয় কমিটির মোট সদস্য সংখ্যা ১০৭ জন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন দেয়।
\হ
ফুটবল টুর্নামেন্ট
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে আর ভি বি ব্রিকস আয়োজিত আট দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে বারকোনা যুব সংঘকে পরাজিত করে শহিদুল আর্মি ফকিরা বাজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বুধবার মোস্তফাপুর ইউনিয়নের বড় রামচন্দ্রপুর ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
যশাই হাট বালিকা মাদ্রাসার সুপার মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আর বি ভি ব্রিকস স্বত্বাধিকারী আবেদ আলী। উপস্থিত ছিলেন- চিত্ররঞ্জন রায়, বিজয় বাবু, মমিনুল মন্ডল, মজনু শাহ, মমিনুল ইসলাম মমু এনামুল হক প্রমুখ।
স্মরণসভা অনুষ্ঠিত
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপস্নবে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে নিহত ও আহতদের স্মৃতিচারণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার একাডেমি সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন- ইউএনও ইমতিয়াজ মোরশেদ। বক্তব্য রাখেন- আহত ছাত্র রিফাত তরফদার, ছাত্র সমন্বয়ক রায়হান, জামায়তের আমির নওশাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামী রেজা চৌধুরী বাদশা, ওসি হাবিবুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।
স্মরণসভা ও সাংস্কৃতিক
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকালে পরিষদের অডিটোরিয়ামে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ওসি তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুলস্নাহ, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশীদ, নায়েব আমির গোলাম মোস্তফা, সাবেক আমির নজরুল ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর রহমান, শ্রমিক দলের নেতা আশরাফুল ইসলাম, যুবদল নেতা আতিকুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব আহসান সোহানসহ প্রমুখ।
মাসিক সভা
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অফিসার্স ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সেনাবাহিনীর পরশুরাম উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার সেকেন্ড অফিসার প্রতুল দাস, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, সাংবাদিক এমএ হাসান, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম, বঙ্মাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আইয়ুব হোসাইন, বঙ্মাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
স্মরণসভা অনুষ্ঠিত
ম নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে গণ-অভু্যত্থানে নিহত ও আহতদের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ইউএনও সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ছাত্র সমন্বয়ক হলামং মার্মা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, জামায়াতের সভাপতি মওলানা ফরিদ আহম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা ভানু প্রভা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী অনুভ কুমার বড়ুয়া, কৃষি অফিসার শাহরিয়া বিশ্বাস প্রমুখ?
বীজ বিতরণ
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মধ্যে হাইব্রি বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএনও মাঈদুল ইসলাম। উপস্থিত ছিলেন- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আজহার মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যায়যায়দিন উপজেলা প্রতিনিধি মাসুম পাঠানসহ অনেকে।
সচেতনতা অনুষ্ঠান
ম নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিউজিক্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এ প্রোগ্রাম হয়। গত সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার উপপরিচালক (মহিলা ও সমন্বয়) রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক রনজিত কুমার সিংহ।
আইনশৃঙ্খলা সভা
ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসিল্যান্ড মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার প্রদীপ, উপজেলা মহিলা কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেল স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানী, সমাজসেবা অফিসার আরশাদ আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
সাংস্কৃতিক অনুষ্ঠান
ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে স্মরণসভা এবং জুলাইয়ের গণ-অভু্যত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি খাজা ডা. আব্দুলস্নাহ আল মামুন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গালা ইউপির চেয়ারম্যান শফিক বিশ্বাস, কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি কামরুল হাসান।
শহীদদের স্মৃতিচারণ
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ২০২৪ জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মৃতিচারণমূলক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে ইউএনও কাউসার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত অন্তরের বাবা আব্দুল হক, ইলিম শিকদারের চাচি, চোখ হারানো ছাত্র সাব্বির হোসেন প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড সাফফাত আরা সাঈদ, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা
ম মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন। সভা সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক ছালেহ উদ্দিন। বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জুরান চন্দ্র মজুমদার।
শিক্ষার মানোন্নয়নে সভা
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর ইউএনও রাণী খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির প্রমুখ।