শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মহেশপুর ও চুনারুঘাটে শিশুসহ দুইজনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
মহেশপুর ও চুনারুঘাটে শিশুসহ দুইজনের মৃতু্য

ঝিনাইদহের মহেশপুরে মারামারিতে আহত মাদক কারবারির ও হবিগঞ্জের চুনারুঘাটে পানির কূপে পড়ে শিশুর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে মাদক কারবারিদের মধ্যে মারামারিতে মোশারফ হোসেন নামের আহত এক ব্যক্তির মৃতু্য হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সাকোরপুল নামক স্থানে এই মারামির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনাসদস্যরা আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোশারফ উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঝিনাইদহ সেনাক্যাম্পের একজন কর্মকর্তা জানান, রাত ১০টায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর উপজেলার সাকোরপুল এলাকায় একদল লোক মারামারি করছে। খবর পেয়ে সেনাক্যাম্প থেকে একটি দল সেখানে যায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে বিবদমান দুই গ্রম্নপের লোকজনই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মুমুর্ষূ অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা, মাদকসেবনের সরঞ্জাম ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা জব্দ করে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট চা-বাগানে পানির কূপে পড়ে রকি বাড়াইক নামে ১৮ মাস বয়সি এক শিশুর মৃতু্য হয়েছে। গত বুধবার উপজেলার চন্ডিছড়া চা- বাগান এলাকায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু রকির মরদেহ পুলিশ উদ্ধার করে অকুস্থলের চাক্ষুষ তথ্য সংগ্রহ করেছে। চুনারুঘাট থানার (ওসি) নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে