শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

'বিএনপি নেতাকর্মীদের কাজ তারেক রহমান পর্যবেক্ষণ করছেন'

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
'বিএনপি নেতাকর্মীদের কাজ তারেক রহমান পর্যবেক্ষণ করছেন'

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র জি কে গউছ বলেছেন, 'আমরা মাঠে ছিলাম, মাঠেই আছি। বিএনপি নেতাকর্মীদের প্রত্যেকটি কাজ তারেক রহমান পর্যবেক্ষণ করছেন'

গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব কাউন্সিলর ফাহিন হোসেন, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে