শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

'ভূমি সেবাকে আরও সহজীকরণ করতে হবে'

ফরিদপুর প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
'ভূমি সেবাকে আরও সহজীকরণ করতে হবে'

'ভূমি সেবাকে আরও সহজীকরণ করতে হবে' বলে মন্তব্য করেছেন সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের এ এস এম সালেহ আহমেদ।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কনসালটেশন কর্মশালায় মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, 'সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতায় ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।'

জেলা প্রশাসক কামরুল হাসান মোলস্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপসচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির। এ কর্মশালায় জেলার ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভূমি সচিব সরকার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'বর্তমান সরকার চায় ভূমি সেবায় কোনোভাবে সেবা গ্রহীতা হয়রানিতে না পড়েন, আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত তাদের আরও আন্তরিকতার সঙ্গে সরকারি আদর্শ মেনে কাজ করতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে