শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আজ শহীদ ক্যাপ্টেন আবদুস সবুর খানের ৫৩তম শাহাদতবার্ষিকী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
আজ শহীদ ক্যাপ্টেন আবদুস সবুর খানের ৫৩তম শাহাদতবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও মুক্তিযুদ্ধকালীন ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং গ্রম্নপের যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ।

এ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার সমাধিতে এদিন সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণসহ বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

বিকালে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং শহীদ আব্দুস সবুর খানের স্মরণে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ আব্দুস সবুর খান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫০ সালে ২ জুন জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৯ নভেম্বর রাজাকার, আলবদর, আলশামসের ক্যাম্পে অপারেশন পরিচালনা করেন। সেদিন রাজাকারদের একটি বুলেট তার কপালে লাগে, সেখানেই ক্যাপ্টেন আব্দুস সবুর খান শহীদ হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে