শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

'দেশ এখনও ষড়যন্ত্র মুক্ত নয়'

চট্টগ্রাম বু্যরো
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
'দেশ এখনও ষড়যন্ত্র মুক্ত নয়'
চট্টগ্রামের দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে থানা আমিরদের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান -যাযাদি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, 'দেশ এখনও ষড়যন্ত্র মুক্ত নয়। গণতন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতে, স্থিতিশীল আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য সরকার চেষ্টা করছে। দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'

বৃহস্পতিবার চট্টগ্রামে দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে থানা আমিরদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ খাইরুল বাশার, উলস্নাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডাক্তার ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান এলাহী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে