নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপস্নব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অথিতি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আ'লীগ বিগত ১৬ বছরে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি করেছে। বাংলাদেশের জনগণ এর সমুচিত জবাব দিয়েছে।