শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

নাশকতা মামলায় আ'লীগের চার নেতাসহ ৫ জেলায় গ্রেপ্তার ১২

স্বদেশ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নাশকতা মামলায় আ'লীগের চার নেতাসহ ৫ জেলায় গ্রেপ্তার ১২
নাশকতা মামলায় আ'লীগের চার নেতাসহ ৫ জেলায় গ্রেপ্তার ১২

নাশকতা মামলায় আওয়ামী লীগের ৪ নেতাসহ পাঁচ জেলায় নানা অপরাধে ১২জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বরিশাল, ময়মনসিংহের মুক্তাগাছা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, বগুড়ার সোনাতলা ও দিনাজপুরের বীরগঞ্জ থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

বরিশাল অফিস জানায়, বরিশালে ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে। বিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, পুলিশ সকাল সাড়ে ১০টায় নগরীর ২৭নং ওয়ার্ডের কুদঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় মো. বাবুল (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার বাবুল যশোর জেলার কোতয়ালী থানার বকচর কলোনী এলাকার মৃত আ. ছাত্তারের ছেলে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের মুক্তাগাছার ২নং বড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধান-চালের ব্যবসায়ী আব্দুল হালিমকে(৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় শহরের লক্ষ্ণীখোলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, গত ৩০ আগস্টে করা একটি হামলা, ভাংচুর ও নাশকতার মামলার তালিকাভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোনাতলা (বগুডা) প্রতিনিধি জানান, গত ৫ আগস্ট সোনাতলার বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি এবং বিস্ফোরক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক (৫৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হক আকন্দ বাবু। গত মঙ্গলবার পুলিশ বগুড়া এসপি ব্রিজের পাশ থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড আগুনিয়াতাইড় গ্রামের আফজল হোসেন মন্ডলের ছেলে। অন্যদিকে একই দিনসন্ধ্যায় ৯নং ওয়ার্ডের মিস্ত্রি পাড়া এলাকা থেকে আব্দুল হক আকন্দ বাবু গ্রেপ্তার হন। তিনি একই এলাকার মৃত আব্দুল কাদের আকন্দের ছেলে। সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির করা রাজনৈতিক মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জাকির হোসেন রাজা সাতোর ইউনিয়নের জিন্দাপীর এলাকার বাসিন্দা এবং সাতোর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌর শহর হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার পীরগঞ্জ পৌর শহরের চাপোড় এলাকার বিবিএস ইটভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওসি তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার চাকধাপাড়া গ্রামের গরিকান্তের ছেলে নয়ন রায়, বিরেন রায়ের ছেলে চন্দন রায়, দিনেশের ছেলে রিপন রায়, রতন রায়ের ছেলে বিমল রায়, চন্দন মোহনের ছেলে সমেস চন্দ্র রায়, মনি ভুষন রায়ের ছেলে নরোত্তম রায় ও ধিরেন্দ্র নাথের ছেলে বিধান চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে