পটুয়াখালীর গলাচিপায় ট্রাকচাপায় ছাত্রদল নেতা ও মেহেরপুরের গাংনীতে নছিমন উল্টে চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, গলাচিপা-শাখারিয়া সড়কে মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলআরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ওই সড়কের তালতলা মোড় নামক স্থানে।
জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে ও উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য তারিকুল ব্যক্তিগত কাজে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে ওই স্থানে একটি রড বোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। অপরদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
গলাচিপা থানার ওসি আশাদুর রহমান বলেন, তুহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ট্রাকচালক ইমরান মিয়ার (৩০) নামে মামলা হয়েছে।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন উল্টে আজিজ (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গাংনীর বামন্দী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আজিজ মুজিবনগর ?উপজেলার রামনগর গ্রামের খালেক মোলস্নার ছেলে। জানা গেছে, সকালে নছিমনচালক আজিজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সড়কটি সংস্কার পর্যায়ে থাকায় বিভিন্ন স্থানে উঁচু নিচু বাঁক রয়েছে। দ্রম্নতগতিতে চালিয়ে যাওয়ার সময় বামন্দী বাজারের অদূরে ফিলিং স্টেশনের কাছে আকস্মিক তিনি ছিটকে পড়েন। এতে সড়কের ওপরই তার মৃতু্য হয়। মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠিয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।