সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
পুরস্কার বিতরণ ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কালাবিবি দিঘির মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে হাফেজ মওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ মওলানা সা'আদ সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মওলানা হাফেজ তাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন- হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মওলানা হাফেজ মুফতি হুমায়ুন সাঈদ। মেহমান ছিলেন- উস্তাজুল হুফ্‌ফাজ হাফেজ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক মাহমুদুল হাসান, আলহাজ হাসান চৌধুরী, মওলানা আব্দুল লতিফ প্রমুখ। সভা অনুষ্ঠিত ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুনেচ্ছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. ফজলুর রহমান আনসারী, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা উৎপল চন্দ্র সরকার ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার। লিফলেট বিতরণ ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার বিকালে ধুনট বাজারে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অনেকে। প্রস্তুতিমূলক সভা ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তমিমা আফ্রাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানজুর-ই-এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউসুফ হাবীব, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। স্মরণসভা অনুষ্ঠিত ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় উপজেলায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম। এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা মৎস্য অফিসার সজ্ঞয় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন, আহত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রাবন সরকার, আরিফুল ইসলাম প্রমুখ। পরে গণ-অভু্যত্থানে আহত চারজন ছাত্রকে সহায়তা হিসেবে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রস্তুতি সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- ইউএনও মো. আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন- এসিল্যান্ড নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানার এসআই জাহাঙ্গীর আলম, পলস্নীবিদু্যৎ পোরশা জোনের এজিএম আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্মরণসভা ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি মোহনগঞ্জে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম মিয়া, ওসি মো. আমিনূল ইসলাম, শিক্ষার্থী শরীফ আহম্মেদ, মো. তানভীর আহমেদ, মো. মুস্তাকিম প্রমুখ। মতবিনিময় ম রাজশাহী অফিস রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশার কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে নগরীর উপশহরে অবস্থিত একটি রেস্টুরেন্টে আশার কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশার রাজশাহী বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম চৌধুরী। সভায় রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি শ. ম সাজু, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মীর আনিছুর রহমান, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আশরাফ ফারুকসহ রাজশাহী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। ফুটবল টুর্নামেন্ট ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জীবননগর ও মাগুরা ফুটবল একাদশ। খেলার উদ্বোধন করেন মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ ও কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। প্রস্তুতি সভা অনুষ্ঠিত ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদার সহিত উৎযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গনী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা জামায়াতের আমির আহমেদুল হক মানিক, সেক্রেটারি রবিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন প্রমুখ। স্মরণসভা অনুষ্ঠিত রফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসন আয়োজিত এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভা কক্ষে এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম। ফুলবাড়ী উপজেলা আইসিটি অফিসার আজমল আবসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিনা আক্তার, ফুলবাড়ী থানার ওসি ছানোয়ার রহমান, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক মিলন প্রমুখ। সভা অনুষ্ঠিত ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন প্রমুখ। উঠান বৈঠক ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 'নারী-কন্যার সুরক্ষা করি, সহিংস মুক্ত বিশ্ব গড়ি' প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপত্বিতে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুর-ই-এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। মতবিনিময় সভা ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন ইনোভেটিভ ডিআরআর প্রকল্পের উদ্যোগে দুর্যোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুম মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, ওয়ার্ল্ড ভিশন প্রকল্প কর্মকর্তা জাফর আলম প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম সাইফুদ্দীন প্রমুখ। স্মরণসভা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামী আন্দোলনের উপজেলা আমির সুলতান মাহমুদ সিরাজী, নিহত লিটনের পিতা আব্দুস সবুর মন্ডল প্রমুখ। কম্বল হস্তান্তর ম নকলা (শেরপুর) প্রতিনিধি নকলায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য শেরপুরের জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪শ' ৬০টি কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান 'আশা'। বুধবার সকালে আশা'র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমানেরর কাছে এসব কম্বল হস্তান্তর করেন আশা'র কর্মকর্তারা। এ সময় ছিলেন আশা শেরপুরের জেলা ব্যবস্থ্যাপক কামাল হোসেন খান, আঞ্চলিক ব্যবস্থাপক (নন্দির বাজার অঞ্চল) মমতাজ উদ্দিন চৌধুরী, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুলস্নাহ আল মায়ীন প্রমুখ। সেমিনার অনুষ্ঠিত ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ হল রুমে উপজেলার নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিভাগীয় সমাজসেবা অফিসের সহকারী পরিচালক গওছল আজম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর প্রেস ক্লাব সভাপতি শাহজাহান শাজু। মাছ নিধন ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় নিতপুর কুড়ল বিলে কীটনাশক প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে নিতপুর ইউনিয়নে শীতলি এলাকার কুড়ল বিলে কীটনাশক প্রয়োগ করলে বিলের বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে যায়। বিলটি বাংলা ১৪৩০-১৪৩২ সনের জন্য নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়া মৎসজীবী সমবায় সমিতির নামে লিজ নেওয়া ছিল। সংশ্লিষ্ট সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, সরকারি মালিকানাধীন বিলটি কয়েক লাখ টাকা দিয়ে ৩ বছরের জন্য তাদের লিজ নেওয়া ছিল। এতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দুর্বৃত্তরা পানিতে কীটনাশক প্রয়োগ করায় মাছগুলো ভেসে উঠেছে। এ বিষয়ে এসিল্যান্ড নাবিলা ফেরদৌসের সঙ্গে কথা বললে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন তহশিলদারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে জানান। চেক বিতরণ ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাতকানিয়া উপজেলা কমপেস্নক্স হলরুমে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে তাদের সহযোগিতা করা হবে। সভা অনুষ্ঠিত ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সায়েম উদ্দিন, মহসিন হোসেন, মোহসীন রেজা নাঈম, আমিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, প্রেস ক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন, রিফাত হাসান, মাসুম আনামসহ অনেকে। সভা অনুষ্ঠিত ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার। কম্বল বিতরণ ম নাটোর প্রতিনিধি নাটোরে জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে জেলার সাড়ে চারশ' শীতার্ত মানুষকে বিতরণের জন্য কম্বল তুলে দিয়েছে বেসরকারি সংস্থা আশা। বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশার সিনিয়র জেলা ম্যানেজার মজিবর রহমান, নাটোর সদর অঞ্চলের এসআরএম রফিকুল ইসলাম, অডিটর লেমিনা আকতার, শাখা ব্যবস্থাপক এসএম মাহবুবুর রহমান ও কামরুজ্জামান সরকার। দোয়া অনুষ্ঠিত ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা সভাকক্ষে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শহিদ ও আহতদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুদানের চেক প্রদান ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গনঅভু্যত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও শহিদ পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ অফিসার শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রমুখ। কর্মশালা অনুষ্ঠিত ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীতে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), অক্সফাম ইন বাংলাদেশ এর সহায়তায় 'কাল্টিভেটিং চেঞ্জ প্রজেক্ট'-এর আওতায় 'প্রকল্পসূচনা ও ঝুঁকি মূল্যায়ন কর্মশালা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কনফারেন্স হলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. শামসুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মানিক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মমিনুল ইসলাম, গোদগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ। স্মরণসভা ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি ফেনীর পরশুরামে জুলাই-২৪ এর গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউছারের বাবা আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন কোটি টাকার বিনিময়ে তার সন্তানকে ফিরে পাওয়া যাবেনা। এই দেশের জন্য তার সন্তান জীবন দিয়েছেন। তার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য সবার প্রতি দাবি জানান। মাসিক সভা ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি সন্দ্বীপ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১টায় উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা মৎস্য অফিসার আতিকুলস্ন্যাহ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা রেঞ্জ অফিসার নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম।