শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় করেছেন জেলা প্রশাসক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় করেছেন জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার শাহ মাহমুদুন্নবীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুর ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মলিস্নক, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলার দুস্থ ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে