শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

দ্বীপ উপজেলা হাতিয়ার হাসপাতালকে ২৫০ শয্যা করণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
দ্বীপ উপজেলা হাতিয়ার হাসপাতালকে ২৫০ শয্যা করণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৫০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও মৌলিক স্বাস্থ্যসেবার উন্নতি করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানবন্ধবনে বক্তারা জানান, উপজেলায় ৮ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। সুচিকিৎসা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন শূন্যপদে নিয়োগের দাবি জানানো হয়।

মানববন্ধনে জাগো বাংলা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তছলিম হোসেনের সভাপতিত্বে ও জাগ্রত দ্বীপ হাতিয়ার এডমিন আব্দুলস্নাহ আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- হাতিয়ার ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ উলস্ন্যাহ, হাতিয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি এমএ ওসমান, উপদেষ্টা মেহেরাজ উদ্দিন শাহীন, হাতিয়া মানব কল্যাণ ফোরামের উপদেষ্টা জুবায়ের হোসেন, হাতিয়া একতা ফাউন্ডেশনের আব্দুর, জাগ্রত দ্বীপ হাতিয়ার পরিচালক আজগার হোসেন, আমাদের হাতিয়ার সভাপতি আয়াত হোসেন জুয়েল, নোবিপ্রোবি স্টুডেন্ট ফোরামের আব্দুস সালাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে