নানিয়ারচরে মাছ চাষে সফলতার মুখ দেখছেন পাইসাপ্রম্ন রোয়াজন
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে মাছ চাষ করে সফলতার মুখ দেখছেন বুড়িঘাট নিচু পুলিপাড়ার বাসিন্দা পাইসাপ্রম্ন রোয়াজা। গত এক বছর আগে নানিয়ারচর উপজেলা মৎস্য অফিসের সরকারি সহযোগিতায় পুলিপাড়ায় নিচু ভূমিতে বাঁধ নির্মাণ করে মাছ চাষে সফলতা নামক আলোর দেখা পেয়েছেন তিনি। তবে পাহাড়ি ঢলে বাঁধ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আনুমানিক ৩ লাখ টাকার বেশি মাছ বিক্রির আশা রয়েছে তার।
এদিকে নানিয়ারচর উপজেলার মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কৃতিরাজ খীসা (ঝিনুক) বলেন, 'আমরা উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের সব ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে মৎস্য চাষ বাড়াতে উদ্বুদ্ধ করে যাচ্ছি।'