কুষ্টিয়ায় আসামিদের গ্রেপ্তার দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশে কুষ্টিয়া আদালত পাড়ায় ছাত্রলীগ নামধারী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেস ক্লাবের ট্রেজারার এম. লিটন-উজ-জামান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের করা মামলায় বিভিন্ন আসামি দিনে দুপুরে চলাফেরা করছে। পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। অতি দ্রম্নত আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে হবে। যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।