কেন্দুয়ায় ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩ ইউনিয় পরিষদের মধ্যে ১১টি ইউনিয়নে পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসকরা হলেন- মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি)- ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়ন পরিষদ, ইউনুস রহমান, উপজেলা সমাজসেবা অফিসার-২ নম্বর আশুজিয়া ইউনিয়ন পরিষদ। কামরুজ্জামান চৌধুরী, উপজেলা সমবায় অফিসার-১৪ নম্বর মোজাফরপুর ইউনিয়ন পরিষদ, হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি অফিসার-১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন পরিষদ, মো. নুরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার-৬ নম্বর সান্দিকোনা ইউনিয়ন পরিষদ, রহিমা আক্তার, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা-১২ নম্বর রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ, মো. আসাদুজ্জামান ভূইয়া, ইন্সট্রাক্টর-৪ নম্বর গড়াডোবা ইউনিয়ন পরিষদ, আল-আমিন সরকার, উপজেলা প্রকৌশলী-৭ নম্বর মাসকা ইউনিয়ন পরিষদ, মীর্জা মোহাম্মাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার-১১ নম্বর চিরাং ইউনিয়ন পরিষদ, আবুল কাশেম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার-৩ নম্বর দলপা ইউনিয়ন পরিষদ, আজিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-১৩ নম্বর পাইকুড়া ইউনিয়ন পরিষদ।
উলেস্নখ্য, উপজেলার নওপাড়া ইউনিয়ন ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সপদই বহাল আছে।