শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

তিন দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
তিন দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা ইজতেমা শুরু

সিরাজগঞ্জে ফজর নামাজের শেষে আম বয়ানের মধ্যে দিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। ইতোমধ্যে ইজতেমা ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে।

প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় অবস্থিত ইজতেমার মাঠে আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলার ফয়সালা ও শুরার পক্ষে ডা. এস এম নাজিম উদ্দীন জানান, 'মহান আলস্নাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্টি অর্জন করা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সালস্নালস্নাহু আলাইহি সালস্নামের দিন, ইসলাম এবং সুন্নাত প্রচারের জন্য প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমা অনুষ্ঠিত হবে।' বৃহস্পতিবার হতে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হবে। এবার বিদেশি জামাত থাকবে। বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলার প্রায় ২ লাখ মুসলিস্নয়ান উপস্থিত হবেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে