আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রম্নপের মধ্যে টেটাযুদ্ধে ওসিসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বানিয়াচং উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বুধবার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামও বাজারের আশপাশ এলাকায় কয়েক স্থানে সংঘর্ষ ঘটে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, কয়েকদিন আগে কুদালিয়া বিলে কে বা কারা বিষপ্রয়োগ করে। এ নিয়ে আ'লীগ নেতা সাজাহান মিয়া এবং বিএনপি নেতা আক্তার মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রম্নপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাসানসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। থানার ওসি এবিএম মাঈদুল হাসান বলেন, 'সাজাহান মিয়া ও আক্তার মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।'