শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ স্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় দুই নারীর মৃতু্য হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মশান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কবরবাড়িয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও একই এলাকার কুরবান আলীর স্ত্রী ছবেলা খাতুন (৭০) নিহত হন।

জানা যায়, নিহত মরিয়ম ও জবেলা খাতুন সকালে মশান বাজারে সরকারি ওএমএসের চাল নিয়ে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথে সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে থাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তাদের মৃতু্য হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে