সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে জেলার কর্মী সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সমাবেশ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ ছাড়াও নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুব আলম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।