শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সিরাজদিখানে সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সিরাজদিখানে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লতব্দী ইউনিয়ন যুবদল।

গত বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লতব্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুর রহমান রানা।

এ সময় তিনি বক্তব্যে বলেন, 'সামাজিক ও মানবিক কাজ করার পরও ইউনিয়ন যুবদলের নামে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য প্রচার করায় আমরা হতাশ। আমাদের সম্মানহানি হয়েছে। এ জন্য এর প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করেছি। গত ১১ দিন রাজদিয়া-কমলাপুর ইছামতী নদীর ওপর ব্রিজের মেরামত কাজ বন্ধ রয়েছে। বর্তমানে প্রবাসীদের অর্থায়নে একটি ট্রলার দিয়ে প্রতিদিন হাজারও যাত্রীকে বিনামূল্যে পারাপার করা হচ্ছে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের প্রাণী ও মৎস্যবিষয়ক সম্পাদক আরিফ শেখ, উপজেলা জিয়া পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, লতব্দী ইউনিয়ন যুবদল নেতা তারা মোলস্না, লেহাজুদ্দিন, সেলিম মুন্সী, ফয়সাল মোলস্না, লতব্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে