তিন জেলায় আরও ১৩ জন আটক

দুর্গাপুরে নাশকতা মামলায় আ'লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজশাহীর দুর্গাপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাচেষ্টা, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার আওয়ামী লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বিভিন্ন অপরাধে নোয়াখালী, জামালপুরের ইসলামপুর ও ফরিদপুরের সদরপুর থেকে ১৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ ফের সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যাচেষ্টা, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো- দুর্গাপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন (৫৫) ও তার ছেলে যুবলীগ নেতা মাইনুর রহমান রতন (৩২), দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান (৪৫), ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম (৩৬), গোপালপাড়া গ্রামের জাহিদুল করিম (৪২), সাঁকোয়া গ্রামের এনামুল হক (৩৮), নান্দিগ্রামের ইসরাফিল হোসেন (৪৫), ইসবপুর এলাকার মিজানুর রহমান মিনু (৩৫)। স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৩টি মোবাইল ফোন সেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মো. ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দোকানের মালিক ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বেপারীপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের ছেলে খুশু বেপারী, বাউল বেপারীর ছেলে পাক বেপারী, খুশু বেপারীর ছেলে আব্দুল আহাদ, পাক বেপারীর ছেলে মানিক বেপারী ও তুরফানকে আটক করে যৌথ বাহিনী। আটকদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ের পেছনের অজিদ মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন- রিপন মাতুব্বর (৩৫), রব মোল্যা (৬০), সেলিম শেখ (২৬), শেখ বজলু (১৫), নূর ইসলাম খান (৫৪), অজিদ মাতুব্বর (৪৫), শহিদ মিম (৪৫)। তাদের বাড়ি ভাষানচর ও ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জুয়াড়িদের বিরুদ্ধে সদরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে বুধবার দুপুরে আসামিদের ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।