শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
আড়াইহাজারে গৃহবধূ খুন তিন জেলায় আরও তিন লাশ উদ্ধার

সরাইলে নারীসহ ৪ লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সরাইলে নারীসহ ৪ লাশ উদ্ধার
সরাইলে নারীসহ ৪ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারীসহ চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ হত্যা, নাটোরের বড়াইগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, কিশোরগঞ্জের বাজিতপুরের আনসার সদস্যের আত্মহত্যা ও মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের দুই দিন পর প্রবাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যায় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীসহ চার ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বজলুর রহমানের ছেলে মতর আলী (৭৭) ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জোহেরা খাতুন (৭৬)।

স্বজনরা জানান, পূর্ব শত্রম্নতার জের ধরে গত সাত দিন আগে তাদের প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে তারা আহত হন।

এদিকে কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মৃত রঞ্জিত শুক্ল দাসের ছেলে অজয় শুক্ল দাস (৪২) ও শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী সুফিয়া বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নিহতের ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনা পরিবারকে বলে দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সুমন মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায়। এদিকে নিহতের স্বামী দাবি করেছেন, তার স্ত্রী জিদনী আক্তার (২৩) অসুস্থ হলে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তার মৃতু্য হয়।

অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের হান্নান মিয়ার ছেলে ও নিহত জিদনী আক্তার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে।

জানা যায়, বছরখানেক আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তিনি। এসব বিষয় পরিবারকে জানান স্ত্রী জিদনী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জিদনীর পরিবার দাবি করেছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে মসজিদের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় পাবনা-নাটোর মহাসড়কের পাশে মুচিপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিকালে ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি গড়মাটি মুচিপাড়া মসজিদের পাশে লুঙ্গি দিয়ে মোড়ানো অজ্ঞাত লাশটি দেখে হাইওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ওই মোড়ানো লুঙ্গির মধ্যে লাশের সঙ্গে একটি ব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায়। ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বাজিতপুর বাজারে সিনেমা হল রোডে জনতা ব্যাংক বাজিতপুর শাখার আনসার সদস্য রিপন মিয়া (৪০) ব্যাংকের বাথরুমে গত মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাতইরজান বীর কদমতলে গ্রামে। তার পিতার নাম মৃত মতিউর রহমান। ধারণা করা হচ্ছে, পারিবারিক ঝামেলার কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। বুধবার বাজিতপুর থানায় অপমৃতু্য মামলা হয়েছে।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, নিখোঁজের দুই দিন পর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি (৪২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রমজান উপজেলার গাদিঘাট গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে স্থানীয়রা খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় রমজানের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধীদের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, সংবাদ পাওয়া মাত্রই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে