শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

স্মরণ সভা

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরল সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণ-অভু্যত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর। বক্তব্য রাখেন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান জ্যেষ্ঠ প্রভাষক জর্জিসুর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান মারুফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান মেহেরুল ইসলামসহ অনেকে।

সভা অনুষ্ঠিত

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে ২০২৪ জুলাই-আগস্ট মাসের গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে ও এসিল্যান্ড মো. আশাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ওসি রেজাউল করিম রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল-মিজান মাহিন ও আহত বেলাল হোসেন, মিজানুর রহমান (সাদ্দাম), মামুন প্রমুখ। এর আগে গণ-অভু্যত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বীজ বিতরণ

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কেকেএস'র উদ্যোগে বিনামূল্যে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণীর মধ্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) কর্তৃক আয়োজিত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা অফিসার মো. শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ডা. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া, সেক্রেটারি মো. মাশহুদুর রহমান সাজেদসহ অনেকে।

দোয়া মাহফিল

ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ২০২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নিশাত তামান্না। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা। সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য মো. মুছা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমির মাওলানা মহিউল ইসলাম, বীর মক্তিযোদ্ধা খান আক্তার হোসেন প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি রাজস্থলী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার শেখ খলিলুর রহমান, রাজস্থলী থানার এস আই প্রিয়লাল দত্ত, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা।

মাসিক সভা

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

ফ্রি চিকিৎসা ক্যাম্প

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আলহাজ জাফর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি রাজিব জাফর চৌধুরীর ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারহানা আফরোজ চৌধুরী, ডা. নাছরিন আক্তার ও ডা. সঞ্জয় কান্তি নাথ। এতে বিভিন্ন গ্রাম থেকে আগত সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সংলাপ অনুষ্ঠিত

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শান্তি ও সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কার্যালয় প্রঙ্গণে পিচ ফ্যাসিলিটেটর গ্রম্নপ (পিএফজি) আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের গাংনী উপজেলার শুরা সদস্য মোস্তাফিজুর রহমান সংগ্রাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রাইভেট কোম্পানি এবং উৎপাদক দলের সদস্যদের সহিত ইসলামপুর ও মেলান্দহ উপজেলার জন্য নতুন ফসল বিন্যাস তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামপুর উপজেলা কৃষি অফিস হলরুমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খ ম মোর্শেদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট'র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাফিজুর রহমান, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল।

পুরস্কার বিতরণ

ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিমল কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক আবদুল আহাদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল।

কুইজ প্রতিযোগিতা

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে, শাহিন বৃত্তি ও ক্যাডেট একাডেমিতে ক্লাস পার্টি ২০২৪ বিতর্ক কুইজ প্রতিযোগিতা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নরসিংদী জেলার মনোহরদী শাহিন ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (প্রতিষ্ঠাতা সভাপতি মনোহরদী শাহিন স্কুল) মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দা সালেহা (কাঞ্চী)। এ সময় বক্তব্য রাখেন ডক্টর মো. শফিক উর রহমান, হুমায়ুন কবির, লুৎফুন নাহার, প্রভাষক লিপি, মো. জাকির হোসেন, আয়েশা ছিদ্দিকা।

সমিতির নির্বাচন

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে চৌধুরী টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন বাবু, সহ-সভাপতি পদে তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আশফাক আলী (লাভলা), কোষাধ্যক্ষ পদে রাকিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে মাহাবুব ইসলাম, প্রচার সম্পাদক পদে ইব্রাহিম আলি, ধর্ম সম্পাদক পদে আনোয়ার রাজা ও ক্রীড়া সম্পাদক পদে রিপন (বিনা-প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন। কমিটির দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় এই পদে ভোট হয়নি। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমাজ কল্যাণ অফিসার মশিউর রহমান।

দোয়া অনুষ্ঠান

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন এসিল্যান্ড এস এম আবদুলস্নাহ বিন শফিক, জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উলস্নাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু।

নির্মাণ কাজের উদ্বোধন

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় দেড় কোটি টাকা ব্যয়ে দুটি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পলস্নব হোম দাস। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তুফা কামাল, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, পৌরসভার প্রধান সহকারী আতাউর রহমান, কার্য সহকারী নূরুল ইসলাম, সাংবাদিক শাহ মোস্তুফা কামাল প্রমুখ।

কম্বল বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ব্রাকের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান, আরএম কাজী ফজলুল হকসহ অন্যরা।

ওরিয়েন্টেশন সভা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে লাইট হাউজ এনজিও'র আয়োজনে হাটকালুপাড়া ইউনিয়ন লিগ্যাগ এইড কমিটির সহযোগিতায় এক দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লাইট হাউজ আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প সমন্বয়কারী মো. সিদ্দিকুল আলম মামুন। এ সময় উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম, এনজিও'র আত্রাই উপজেলা কো-অর্ডিনেটর মো. আহসান হাবিব, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সাংবাদিক ওমর ফারুক, ইউপি সদস্য মো. আজিজার রহমান প্রমুখ।

পরিচিতি সভা

ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে রমনা মডেল ইউনিয়ন শাখার আয়োজন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রমনা মডেল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের ইউনিয়ন সভাপতি কুদরত এ এলাহী নয়ন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ আবু সাঈদ হোসেন পাখি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের জেলা যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম।

মতবিনিময় সভা

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নবাগত নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সঙ্গে কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ও করতোয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক আবদুল জলিল, সহসভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক এনামুল হক, ধর্মবিষয়ক সম্পাদক কেএম আনোয়ার হোসেন, সদস্য গোলাম মোস্তফা।

এডহক কমিটি

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা কপোতাক্ষ কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য, কয়রা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক অধ্যাপক মোলস্ন্যা আবু বকর সিদ্দিক। একই সঙ্গে কপোতাক্ষ কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এমএম রুহুল আমিনকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত ৪৭১১নং স্মারকে এ তথ্য জানা গেছে। কলেজের অধ্যক্ষ মো. ওলিউলস্নাহ কলেজের এডহক কমিটির বিষয়ে সত্যতা স্বীকার করেন।

পথসভা অনুষ্ঠিত

ম নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে নেতাকর্মীদের সঙ্গে পথসভা করলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। সোমবার সকালে দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহম্মেদ খান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, সহপ্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ওলামা দলের সভাপতি আবু বকরসহ অন্যরা।

বীজ বিতরণ

ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাকিব খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক হরিশ চন্দ্র বোস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফয়সাল খন্দকারসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে