শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

গঙ্গাচড়ায় কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
গঙ্গাচড়ায় কিশোরকে গলা কেটে হত্যার চেষ্টা

রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা হাজিরহাট গ্রামের নাইম ইসলামকে (১৮) গলা কেটে হত্যার চেষ্টা করেন একই গ্রামের এনামুল হকের ছেলে সাকিব। গত রোববার সন্ধ্যায় খামার মোহনা আবাসন প্রকল্পের পশ্চিম পাশের দুইটি পুকুরের মাঝামাঝি রাস্তায় ঘটনাটি ঘটে। আহত নাইম নোহালী ইউনিয়নের চরনোহালী উত্তরপাড়া গ্রামের ছয়ফুল হকের ছেলে। পড়াশোনার কারণে নাইম খামার মোহনায় তার নানার বাড়িতে থাকেন। গুরুতর আহত নাইমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাইমকে তার নানার বাড়ির সামনের রাস্তা থেকে সাকিব সুকৌশলে আবাসন প্রকল্পের পশ্চিম পাশের দুটি পুকুরের মাঝামাঝি রাস্তায় ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। এরপর তার হাতে থাকা ছুরি দিয়ে পেছন থেকে নাইমের গলা কেটে হত্যার চেষ্টা করেন।

নাইমের বাবা ছয়ফুল বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, 'হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া নেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে