বদলগাছীতে পাখি থেকে রক্ষায় বেগুন ক্ষেতে নেট জাল ব্যবহার

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বেগুন ক্ষেত রক্ষায় নেট জাল ব্যবহার করছেন চাষিরা। সবজির মধ্যে বেগুন অন্যতম হিসেবে পরিচিতি, বাজারে দামও ভালো। কিন্তু বিভিন্ন পাখি ক্ষেতে বসে ক্ষতি করছে কৃষকদের। তারা বলেন, এক বিঘা জমিতে বেগুন চাষ করতে অনেক খরচ। কীটনাশক, শ্রমিকসহ বিভিন্নভাবে অনেক খরচ হয়ে যায়। দড়িয়াপুর গ্রামের কৃষক ভুট্ট, কোলা ইউপির পুকুরিয়া গ্রামের আজাদ, সাইফুল ইসলামসহ অনেকে বলেন- 'বেগুন, মুলা, পোটলসহ বিভিন্ন সবজি চাষ করার পর যদি পাখি নষ্ট করে তাহলে আমাদের লোকসান গুনতে হবে। যার কারণে আমরা বেগুন ক্ষেতে নেট জাল দিয়ে রক্ষা করছি। নেট দিয়ে আমরা কিছুটা রেহাই পাচ্ছি। না হলে আমরা ক্ষতি মুখে পড়ব।' চক গোপিনাথ গ্রামের আব্দুর রশিদ বলেন, 'আমি ৮ কাঠা জমিতে শিম চাষ করেছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রি করতে পারব। তাছাড়া বাজারে দাম ভালো আছে।' উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, বদলগাছীতে এবার আবহাওয়া ভালো হওয়ায় বেগুন, শিমসহ বিভিন্ন সবজির ফলনও ভালো হয়েছে। এতে উপজেলার কৃষকরা অনেক লাভবান হচ্ছেন।