শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কয়রায় কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
কয়রায় কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

খুলনার কয়রায় কর্মসৃজন কর্মসূচি প্রকল্প ৪০ দিনের কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবরা গ্রামের মৃত আফতাব মিস্ত্রির ছেলে আয়ুব আলী। গত সোমবার বিকাল ৩টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি লিখিত বক্তব্যে জানান, '২০২৩-২০২৪ অর্থ বছরের ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কয়রা সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাজের টাকা প্রকৃত মালিককে না দিয়ে কৌশলে আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোস্তফা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাসুম বিলস্নাহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী পার্থ চক্রবর্তীর সহযোগিতায় এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আমি নিজেও কাজ করি। কাজের অর্থের জন্য নগদ খোলা অ্যাকাউন্ট নম্বর দেই। কিন্তু আমার অ্যাকাউন্টে কাজের টাকা না দিয়ে ২নং ওর্য়াডের ইউপি সদস্যের কাছের ব্যক্তি ইয়াছিন মোড়লের মোবাইল নম্বরে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ইকরামুল হকের টাকা তার মোবাইল অ্যাকাউন্টে না দিয়ে অন্য একটি নম্বরে দিয়েছে। আবু হানিফ নামের একজন কাজ করলেও ১৬ হাজার টাকা তার মোবাইল অ্যাকাউন্টে না দিয়ে বিশ্বজিৎ নামের এক ব্যক্তির মোবাইল নম্বরে টাকা দেওয়া হয়েছে। এ ধরনের অনেক ব্যক্তির নামের টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।'

ইউপি সদস্য মাসুম বিলস্নাহ বলেন, 'যারা অভিযোগ করেছে তার মধ্যে ১ জন পাঁচ দিন কাজ করে আর কাজে আসেনি। বাকি ২ জন মোটেও কাজ করেনি। পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দপ্তরে জানালে তারা অন্য লোক দিয়ে কাজ করার অনুমতি দেয়।'

তবে প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী পার্থ চক্রবর্তী বলেন, 'ইকরামুলের বিষয়টি আগে থেকে জানি, এটা মিস্টেক হয়েছে। বাকি দুইজনের কথা আমি কিছুই জানি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে