মাভাবিপ্রবিতে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনঞ্জিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্ব্বাবধানে ঊহযধহপরহম উরমরঃধষ এড়াবৎহসবহঃ ধহফ ঊপড়হড়সু (ঊউএঊ) প্রকল্পের অধীনে পরিচালিত প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেন্টে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল মাহমুদ এবং প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন। আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মতিউর রহমান, অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার। উলেস্নখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় এ বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়। ২৪টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ দেওয়া হয়েছে।