শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মোংলায় পিটিয়ে ও পানিতে ডুবিয়ে নারীকে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মোংলায় পিটিয়ে ও পানিতে ডুবিয়ে নারীকে হত্যার অভিযোগ

বাগেরহাটের মোংলায় মেয়ের সঙ্গে বিরোধ করে মাকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। মোংলা থানা পুলিশ সোমবার রাতেই সবিতা রানী মলিস্নকের (৫০) মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে রক্তাক্ত জখম বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী মেয়ে হ্যাপী মলিস্নক (২৫) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যার পর মোংলা উপজেলার মাকড়ডোন এলাকায়। নিহত সবিতা রানী মোংলা পৌর শহরের মাকড়ডোন এলাকার মেছের শাহ সড়কের শিক্ষক সুনীল মলিস্নকের স্ত্রী।

আহত মেয়ে হ্যাপি মলিস্নক জানান, মাকড়ডোন এলাকায় তাদের নির্জন বাড়িতে সোমবার সন্ধ্যার পর প্রবেশ করেন একই এলাকার তন্ময় মন্ডল (৩৫) নামের এক যুবক। তিনিই তার মাকে ডেকে নিয়ে হত্যা করেছেন। এরপর ঘরে ঢুকে শোকেসের কাচ ভেঙে তাকেও হত্যার চেষ্টা করেন। এ অবস্থায় তিনি পালিয়ে যান। এ সময়ে তার চিৎকারে এলাকাবাসী এসে তার মাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, 'এক মাস আগে তন্ময় মন্ডল তার ইজিবাইকে ওঠার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমি এতে সাড়া না দেওয়ায় তন্ময় ক্ষিপ্ত হন। পরে আমার মায়ের সঙ্গে দেখা করেন। তন্ময় মাকড়ডোনের কালিপদ মন্ডল ওরফে কালুর ছেলে। পেশায় ইজিবাইক চালক।'

এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, 'এটা একটি হত্যাকান্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে