মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিক্রমপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কলেজ হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা।
সম্মেলনে বক্তব্য রাখেন কলেজের ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্র সিফাত, দাতা সদস্য ও সাবেক ছাত্র আরিফ খান রিগ্যান, অভিভাবক দেলোয়ার হোসেন।
বক্তারা জানান, গত ৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বার্তায় মীর সরফত আলী সপুকে সভাপতি করা হয়। যা অনিয়মতান্ত্রিক, ভিসি মনোনীত, এটা হতে পারে না। সম্মেলনে বক্তারা সভাপতি নিয়োগ বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য হাজী নাসিম খান, অভিভাবক খায়ের শেখ, সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান, অহিদুল বেপারী মঞ্জু প্রমুখ।