কুড়িগ্রামের উলিপুরের দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটায় শিশুটি মারা যায়। শিশু সুরাইয়া গ্রামের জমশেদ আলীর কন্যা।
মৃতের মামা মামুন মিয়া জানান, গত বুধবার বেলা ১১টার দিকে সুরাইয়ার মা জেবু বেগম বাড়ির উঠানের চুলায় রান্না শুরু করেন। শিশুটি পাশে বসে ফোনে কাটুন দেখছিল। চুলার পাশে শিশুকে রেখে বাড়ির বাইরে চলে যান মা জেবু। এ সময় শিশুটি অসাবধানতাবশত চুলায় হাত দিতে গেলে অগ্নিদগ্ধ হয়। শিশুর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হলে একইদিন সন্ধ্যা সাতটার দিকে তার মৃতু্য হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিলস্নুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।