কিশোরগঞ্জের হাওরে ভেকু দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

নিকলী-কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর নিকলীসহ আশপাশের উপজেলাগুলোর হাওর এলাকার কৃষিজমি থেকে টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে আশপাশের জমিগুলো উর্বরতা শক্তি হারাতে বসেছে। ভেকু দিয়ে মাটি কাটার ফলে আশপাশের কৃষি জমিগুলো ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব কারণে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন নিকলী উপজেলার সদর ইউনিয়নের হাওরে গেলে দেখা যায়, এক শ্রেণির ভেকু ব্যবসায়ী কৃষিজমির কৃষককে লোভ দেখিয়ে এসব জমির মাটি কেটে বিভিন্ন ইটখলায় বিক্রি করছে উচ্চমূল্যে। এতে পাশের জমির কৃষকের ধানি জমির পাড় ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে হাওরের মধ্যে বিভিন্ন ট্রলি অথবা ট্রাক দিয়ে মাটি আনা হচ্ছে ইটখলায়। অন্যদিকে বাজিতপুর উপজেলার বিভিন্ন কৃষিজমি কেটে উজার করে দিচ্ছে ভেকু ব্যবসায়ীরা। তারাও এসব ট্রাক দিয়ে মাটি নিয়ে যাচ্ছেন বিভিন্ন ইটখলায়। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, এ বিষয়ে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানে জেল-জরিমানাও করা হচ্ছে।